পুজো মণ্ডপে আচমকাই আগুনের ফুলকি, প্রবেশ বন্ধ দর্শনার্থীদের

কলকাতা, ৩০ সেপ্টেম্বরঃ নবমীর রাতে পুজো মণ্ডপের মধ্যে থিকথিকে ভিড় দর্শনার্থীদের। এমন সময় আচমকাই মণ্ডপের মধ্যে থাকা ঝাড়বাতি থেকে ধোঁয়া বের হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। তড়িঘড়ি সেখান থেকে সরিয়ে আনা হয় দর্শনার্থীদের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে দমকল। গতকাল রাত ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে কলকাতার সন্তোষ মিত্র স্কয়্যার পুজো মণ্ডপে। ঘটনার পরই মণ্ডপে প্রবেশ বন্ধ করে দেয় পুলিশ। এ নিয়ে উদ্যোক্তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়। পুলিশের দাবি, দর্শনার্থীদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোনওরকম ক্ষয়ক্ষতি হয়নি বলে খবর। দমকল বিভাগ জানিয়েছে, শর্ট সার্কিট হওয়ায় এই বিপত্তি ঘটে।

পুজো উদ্যোক্তাদের অভিযোগ, দক্ষিণ কলকাতার কোনও পুজোয় এমন ঘটনা হলে পুলিশ এভাবে তা বন্ধ করত না। পুলিশ সূত্রে খবর, দমকলের থেকে নিরাপত্তা সংক্রান্ত নথি পেলে মণ্ডপে ফের দর্শনার্থীদের ঢুকতে দেওয়া হবে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2fYZJw1

September 30, 2017 at 03:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top