সুরমা টাইমস ডেস্ক: সিলেট বিভাগের প্রতিটি জেলায়, প্রত্যেক থানায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি এবং সন্ত্রাসবিরোধী কমিটি গঠনের নির্দেশ প্রদান করেছেন পুলিশের অ্যাডিশনাল আইজি (অপারেশন্স এন্ড অ্যাডমিনিস্ট্রেশন) মোখলেসুর রহমান।
আজ বৃহস্পতিবার সিলেট পুলিশ লাইন্সের শহীদ এসপি এম. শামসুল হক মিলনায়তনে সিলেট রেঞ্জ, সিলেট মহানগর পুলিশ (এসএমপি) ও সিলেট বিভাগের বিভিন্ন পুলিশ ইউনিটের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা প্রদান করেন।
একইসাথে জঙ্গিবাদ দমনে মাঠ পর্যায়ের সকল পুলিশ সদস্যকে সতর্ক থাকার আহবানও জানিয়েছেন তিনি।
মোখলেসুর রহমান বলেন, পুলিশের আধুনিকায়ন এবং কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আধুনিক পুলিশিংয়ের সকল কলাকৌশল মাঠ পর্যায়ের সকল সদস্যদের রপ্ত করতে হবে।
সভায় সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব নজরুল ইসলাম, পিবিআই সিলেট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল করিম মল্লিক প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
সভায় বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাগণ তাদের সমস্যা ও মতামত তুলে ধরেন।
মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি বার্ষিক পুলিশ সমাবেশ-২০১৭ উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2xR32wP
September 07, 2017 at 08:27PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন