সুরমা টাইমস ডেস্ক:: কক্সবাজারের রামু হাসপাতাল সংলগ্ন মহাসড়কে কক্সবাজারমুখী পিকনিকের বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ যাত্রী। এর মধ্যে ছয়জনের আবস্থা আশঙ্কাকাজনক বলে জানা গেছে।
সোমবার (৪ঠা সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
নিহতরা হলেন- সাইমুম (১৬), এরশাদ (১৮) ও অপর জনের নাম জানা যায়নি। তাৎক্ষণিকভাবে নিহতদের পুরো ঠিকানা কেউ জানাতে পারেনি।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও দমকল বাহিনী সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৬টার দিকে চট্টগ্রাম হাটহাজারী থেকে কক্সবাজারে আনন্দ ভ্রমণে যাওয়ার পথে মহাসড়কের রামু উপজেলা হাসপাতাল সংলগ্ন পুরাতন বাইপাস মোড়ে বাসটি (চট্ট মেট্রো জ ১১-১৬৬৮) উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৫০ জন।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল মালেক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে নিয়ে গেছে।
এদিকে পিকনিকের বাসের সামনে লাগানো ব্যানারে লেখা একটি মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে রমিজ পরিচয় দিয়ে এক ব্যক্তি বলেন, তারা হাটহাজারী বালুচর থেকে কক্সবাজার আনন্দ ভ্রমণে যাচ্ছিল। পথিমধ্যে এ দুর্ঘটনার কবলে পড়েছে।
রামু হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহেদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের প্রথমে রামু, পরে কক্সবাজার ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি জানান।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2x5DLl6
September 04, 2017 at 09:52PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন