ময়নাগুড়ি, ৭ সেপ্টেম্বরঃ গ্রামীণ হাসপাতাল চত্বরে নিজের প্রাইভেট চার চাকার গাড়ি রাখার গ্যারেজ করেছেন স্থানীয় এক বাসিন্দা। এই নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। যদিও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক।
কিছুদিন আগেই হাসপাতাল চত্বরে একটি কর্মী আবাসন ঘেসে সংশ্লিষ্ট গাড়ি রাখার গ্যারেজটি তৈরি করা হয়। অবৈধভাবে কেন হাসপাতালের ভেতর এই ধরনের ঘর নির্মাণ করা হয়েছে তা নিয়ে রীতিমতো সোরগোল পড়ে যায়।
ওই গ্যারেজটির নির্মাতা স্থানীয় বাসিন্দা স্বপন দাস। ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের পাশেই তার বসতবাড়ি। গ্যারেজ তৈরির ব্যাপারে স্বপনবাবু বলেন, ‘জায়গা ছিল না বলে ওই ফাঁকা জায়গায় গাড়ি রাখার জন্য গ্যারেজ তৈরি করা হয়েছে। প্রশাসন বলেছে, আমি দু-এক দিনের মধ্যেই ঘর ভেঙে নিয়ে যাব।’
ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ লাকি দেওয়ান বলেন, ওই ব্যক্তি কে দুদিন সময় দেওয়া হয়েছে। দুদিনের মধ্যে ঘর না ভাঙলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2waZTWB
September 07, 2017 at 05:08PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন