কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আজ থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব

নিজস্ব প্রতিবেদক:: সিলেটে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় আজ মঙ্গলবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মহানগরে তিন স্তরের নিরাপত্তার পাশাপাশি এক হাজার পুলিশ মোতায়নে সহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা।

তিনি বলেন, পূজাকে কেন্দ্র করে আমরা তিন স্তরের নিরাপত্তা বলয় গ্রহন করেছি। সকল পূজা মন্ডপে আমরা আজকেই স্থায়ী ফোর্স পাঠিয়ে দিচ্ছি। আগামীকাল আমাদের মোবাইল টিম এবং স্ট্রাইকিং ফোর্স প্রতিটি মন্ডপে পাঠিয়ে দেওয়া হবে। পুলিশের পাশাপাশি মহানগরীতে দুর্গাপুজা আয়োজনকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োজনীয় ক্ষেত্রে সিসিটিভি স্থাপন, ভিডিওচিত্র ধারণ করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবার মহানগরের পূজামন্ডপগুলোতে এক হাজার পুলিশ মোতায়েন থাকবে। তাছাড়া এবার নিরাপত্তায় উত্তর ও দক্ষিণ বিভাগ মিলে পুলিশের বিশেষ মোটরসাইকেল দল প্রস্তুত থাকবে। যে-কোনো স্থানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলেই তাঁরা ছুটে যাবে ঘটনাস্থলে।

দূর্গা পূজাকে কেন্দ্র করে মহানগরে এক হাজার এবং জেলায় ১১শ পুলিশ মোতায়েন করা হবে এবং ইতিমধ্যে গুরুত্বপূর্ণ বড় মন্ডপগুলোতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করতে শুরু করেছেন বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

সিলেট নগরী ও জেলায় ৫৭৬টি পূজা মন্ডপে এবার দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। সিলেট মহানগরী এলাকায় ১২৩টি মন্ডপে এবং জেলার ৪৫৩ টি মন্ডপে এবার পূজা অনুষ্ঠিত হবে।

এদিকে মহানগরের পূজামন্ডপগুলোতে পুলিশের পাশাপাশি র‌্যাব-৯ এর সদস্যরাও টহলে থাকবেন বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালনক (মিডিয়া) মো. মনিরুজ্জামান।

তিনি বলেন, মহানগরের পূজামন্ডপগুলোতে পুলিশের পাশাপাশি আমাদের র‌্যাব-৯-এর সদস্যরা টহলে থাকবে। বিশেষ করে এবার নিরাপত্তায় মোটরসাইকেলে র‌্যাব-৯-এর বিশেষ দল প্রস্তুত রয়েছে। যে-কোনো স্থানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলেই র‌্যাব ছুটে যাবে ঘটনাস্থলে। পূজা চলাকালীন আমাদের সাদা পোশাকধারী দলের মনিটরিং থাকবে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম তালুকদার বলেন, জেলার ৪৫৩ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সকল ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে। জেলায় ১১শ পুলিশ মোতায়েন থাকবে। পূজা চলাকালীন যে-কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।

মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত বলেন, সিলেট জেলাতে এবারের মোট পূজামন্ডপের সংখ্যা ৫৭৬টি। এর মধ্যে ৬০টি পূজা ব্যক্তিগত। এছাড়া নগরীতে মোট ৬৪টি পূজা অনুষ্ঠিত হবে। যার মধ্যে ৪৭ টি মন্ডপ সর্বজনীন ও ব্যক্তিগত পূজামন্ডপ ১৭টি। গত মঙ্গলবার মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে দেবীপক্ষ। ৯ই আশ্বিন (২৬শে সেপ্টেম্বর) সায়ংকালে দেবীর বোধন ও ষষ্ঠীবিহিত পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদ উৎসবের আনুষ্ঠানিকতা। এরপর পর্যায়ক্রমে ১০ই আশ্বিন (২৭শে সেপ্টেম্বর) মহাসপ্তমী, ১১ই আশ্বিন (২৮শে সেপ্টেম্বর) মহাঅষ্টমী, ১২ই আশ্বিন (২৯শে সেপ্টেম্বর) মহানবমী এবং ১৩ই আশ্বিন (৩০শে সেপ্টেম্বর) বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মাধ্যমে দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। প্রতি বছরের মতো এবছরও মন্ডপে-মন্ডপে ভক্তদের ঢল নামবে বলে আমরা আশাবাদী।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2wPkq8g

September 26, 2017 at 12:56AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top