খাদিমপাড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা,আহত ২০

নিজস্ব প্রতিবেদক : সিলেটের সদর উপজেলার খাদিমপাড়া এলাকায় সিলেট-তামাবিল অঞ্চলিক মহাসড়কে জাফলংগামী একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। বুধবার দুপুরে ২টার দিকে খাদিমপাড়া হিলভিউ টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সিলেট-তামাবিল মহাসড়কের হিলভিউ টাওয়ারের সামনে মারুফ এন্টার প্রাইজের জাফলংগামী একটি যাত্রীবাহি বাস (সিলেট জ ১১-০৬৬৩) নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এসময় যাত্রীবাহি বাসের প্রায় ২০ যাত্রী আহত হয়। পরে স্থানীয় ও প্রতক্ষ্যদর্শীরা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করে।

সিলেট মহানগরের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, বুধবার দুপুরে সিলেট থেকে ছেড়ে যাওয়া জাফলংগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে নারী শিশুসহ প্রায় ২০ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2wHYwk7

September 06, 2017 at 09:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top