বিমানযাত্রায় বায়োমেট্রিক!

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বরঃ বিমানযাত্রাকে আরও আধুনিক করতে এক নতুন পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামীদিনে ডোমেস্টিক ফ্লাইটে বোর্ডিংয়ের সময়ে হাতে শুধুমাত্র মোবাইল ফোন হলেই চলবে।

বিমানচালনা মন্ত্রক এয়ারলাইন্স এবং প্রত্যেক বিমানবন্দরের ডেটাবেসের সঙ্গে যাত্রীদের আধার এবং পাসপোর্ট নম্বর যুক্ত করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। বিমান পরিবহন সচিব আর এন চৌবে জানান, আগামীদিনে টার্মিনালে ঢোকার সময়ে যাত্রীরা বায়োমেট্রিক্সের ব্যবহার করতে পারবেন। কোনও পরিচয়পত্র দেখাতে হবে না। এমনকি প্রয়োজন হবে না কোনও টিকিট দেখানোরও। যাত্রীর চেক ইন এবং সিকিউরিটি চেক হয়েছে কি না তা বিমানবন্দরের ডেটাবেসেই দেখা যাবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2fmbR9C

September 26, 2017 at 02:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top