আমেরিকায় খুন ভারতীয় চিকিত্সক

কানসাস, ১৫ সেপ্টেম্বরঃ আমেরিকার কানসাসে খুন হলেন এক ভারতীয় চিকিৎসক। ঘটনাটি ঘটেছে বুধবার। মৃতের নাম অচ্যুত রেড্ডি (৫১)। তিনি তেলাঙ্গানার বাসিন্দা ছিলেন। কানসাসের পূর্ব উইচিটায় ক্লিনিকের পিছন থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে পুলিশ উমর রশিদ দত্ত (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, বুধবার ২১ বছরের ওই যুবক ক্লিনিকে গিয়েছিল। সেখানে কোনও বিষয়কে কেন্দ্র করে দু’জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরপর ওই চিকিৎসক ক্লিনিক থেকে বের হতে গেলে তাঁকে পিছন থেকে ছুরি দিয়ে আঘাত করা হয়। এরপর একাধিকবার তাঁকে ছুরি মেরে খুন করা হয় বলে জানা গিয়েছে। ১৯৮৬ সালে হায়দরাবাদের ওসমানিয়া মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যান অচ্যুত। এরপর দু’দশক ধরে সাইকিয়াট্রিস্ট হিসেবে প্র্যাকটিস করার পর, সাম্প্রতিই তিনি নিজস্ব ক্লিনিক খুলেছিলেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xE5IkA

September 15, 2017 at 03:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top