তমাসেই চুপি চুপি বিয়ের পর্বটি সেরে ফেলেন সাংসদ অভিনেত্রী মুনমুন সেনের কন্যা এবং সুচিত্রা সেনের নাতনি রিয়া সেন। বিয়েটা তাড়াতাড়ি সারলেও, নিজের মধুচন্দ্রিমার পর্বটি কিন্তু জমিয়ে উপভোগ করছেন রিয়া এবং তাঁর দীর্ঘদিনের বয়ফ্রেন্ড, বর্তমানে স্বামী শিবম তিওয়ারি। নবদম্পতি প্রাগে গিয়েছেন মধুচন্দ্রিমা যাপন করতে। সেখান থেকেই নিজের ইন্সটাগ্রামে সম্প্রতি একটি ছবি শেয়ার করেন রিয়া। সেখানে শিবমের সঙ্গে তাঁকে অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। ছবিটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তাঁরা কোনও এক রেস্তোরাঁয় বসে আছেন। সেখানে আশেপাশে লোকজন থাকলেও, তাঁরা নিজেদের মধ্যেই মত্ত। ছবির ক্যাপশনে রিয়া লেখেন, কিসেস ফর মিসেস অ্যান্ড আ হার্ট ফর আর্ট। আরএস/১০:১৪/১৪ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xmceLI
September 14, 2017 at 08:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top