বাজারের বেহাল অবস্থা নিয়ে বিক্ষোভ প্রদর্শন সবজি বিক্রেতাদের

ময়নাগুড়ি, ৬ সেপ্টেম্বরঃ নর্দমার নোংরা জল সবজি বাজারে উপচে পড়ছে। এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করলেন সবজি বিক্রেতারা। বুধবার ময়নাগুড়ির ঘটনা।

সবজি বিক্রেতাদের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই নর্দমা উপচে নোংরা জল ঢুকে পড়ছে সবজি বাজারে। ক্রেতারা আসছেন না। দুর্গন্ধে বসে থাকা যাচ্ছে না দোকানে। সমস্যা না মিটলে আন্দোলনে নামা হবে।

পঞ্চায়েত প্রধান আশিস বর্মন সমস্যা সমাধানের আশ্বাস দিলে সবজি বিক্রেতারা বিক্ষোভ তুলে নেন। এদিন প্রধান বলেন, রাস্তা পাকা করার ফলে নর্দমার মুখগুলি আটকে গিয়েছে। আগামী সাত দিনের মধ্যে সমস্যার সমাধান করা হবে। পাশাপাশি সবজি বিক্রেতাদেরও সচেতন হতে বলেন যাতে কোনো আবর্জনা নর্দমায় না ফেলা হয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2j3mQtc

September 06, 2017 at 05:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top