ঢাকা, ২৫ সেপ্টেম্বর- নানা তর্ক বিতের্কর পর চলতি বছরের মে মাসে আনুষ্ঠানিকভাবে আগামি দুই বছরের জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির ক্ষমতা বুঝে নেয় মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল। ক্ষমতা বুঝে নেয়ার পরেই নানামুখি চাপের মুখে তারা। বিশেষ করে শিল্পীদের বয়কট, নিষিদ্ধের ঘটনায় বেশ সমালোচিত হচ্ছে সংগঠনটি। আর নানা সময়ে এই সংগঠনের দিকে আঙুল তুলেছেন পরাজিত সভাপতি প্রার্থী চিত্রনায়ক ওমর সানি। নতুন মেয়াদে ক্ষমতা বুঝে নেয়ার পর থেকে নানা কাণ্ডে সমালোচনার শিকার শিল্পী সমিতি। আর এই সমিতিকে নানা সময়ে প্রশ্নবিদ্ধ করতে দেখা যায় চিত্রনায়ক ওমর সানিকে। সম্প্রতি শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় এটিএন বাংলায় প্রচারিত আলোচিত অনুষ্ঠান সেন্স অব হিউমার-এ মৌসুমীকে সঙ্গে নিয়ে এসেছিলেন ওমর সানি। অনুষ্ঠানেই সানিকে প্রশ্ন করা হয় শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হলে তিনি করতেন, তখন মিশা-জায়েদদের সমালোচনা করে সানি বলেন, আমি আর যাই করতাম, কিন্তু শিল্পীদের কখনো বয়কট বা নিষিদ্ধের সিদ্ধান্ত নিতাম না। কারণ শিল্পী সমিতির কাজ কি, কোনো শিল্পীকে নিষিদ্ধ করাতো আর এই সংগঠনের কাজ হতে পারে না। বরং শিল্পীদের স্বার্থ রক্ষা হয় কিভাবে সেটা দেখা। এআর/১৬:৪২/২৫ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xzGsdL
September 25, 2017 at 10:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top