নিজস্ব প্রতিবেদক :: নগরীর তাঁতীপাড়ায় আবারও বানরের আক্রমণে এক শিশু আহত হয়েছে। তাঁতীপাড়ার ৪১/১নং বাসার ভাড়াটিয়া মৃত রফিকুল ইসলামের পাঁচ বছর বয়সী ছেলে অন্তরকে শুক্রবার সকাল ১০টার বানরের কামড়ে আহত হয়। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা যায়, শুক্রবার সকালে বাসার সামনে অন্যান্য শিশুদের সাথে খেলছিল অন্তর। এ সময় হঠাৎ করে বানরের আক্রমণের শিকার হয় সে।
উল্লেখ্য, এর আগেও তাঁতীপাড়া ৪২নং বাসার বাসিন্দা হানিফের ছেলে সাফওয়ান বিন হানিফ বানরের আক্রমণের শিকার হয়েছিল।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2xjprG4
September 08, 2017 at 11:12PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.