মুম্বই বিস্ফোরণ মামলায় আবু সালেমের যাবজ্জীবন

মুম্বই, ৭ আগস্টঃ ১৯৯৩ সালের মুম্বইতে ধারাবাহিক বিস্ফোরণে মূল অভিযুক্ত আবু সালেমকে যাবজ্জীবন কারাদণ্ড দিল মুম্বইয়ের টাডা আদালত। ওই মামলার আরও দুই অভিযুক্ত তাহির মার্চেন্ট এবং ফিরোজ কানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ওই নাশকতায় অস্ত্র সরবরাহ করার জন্য করিমুল্লা খানকেও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। প্রসঙ্গত পর্তুগাল থেকে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত আবু সালেমকে হাতে পেলেও তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না বলেই শর্ত ছিল। সেই শর্ত মেনেই সালেমকে এদিন যাবজ্জীবনের সাজা শোনানো হয়।

১৯৯৩ সালে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণে ২৫৭ জনের মৃত্যু হয়েছিল। জখম হয়েছিলেন ৭১৩ জন। ২০০৫ সালে পোর্তুগাল থেকে সালেম ও মুস্তাফা দোসাকে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাতে পায় ভারত। দোষী সাব্যস্ত দোসা মারা যায়। ২০১৫ সালে ওই মামলাতেই টাডা কোর্টে দোষী সাব্যস্ত ইয়াকুব মেননকে ফাঁসি দেওয়া হয়।

ছবিঃ আবু সালেম।– সংগৃহীত চিত্র



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2eIli34

September 07, 2017 at 02:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top