গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বরঃ বৃদ্ধ বাবা-মা এবং প্রতিবন্দী ভাইবোনকে দেখার কর্তব্য অস্বীকার করলে এবং তা ধরা পড়লে অসম রাজ্য সরকারি কর্মচারির নিজের বেতন থেকে ১০ থেকে ১৫ শতাংশ মাইনে কেটে নেওয়া হবে। জানাল অসম সরকার। এই মর্মে শুক্রবার অসম রাজ্যসভায় আসাম এমপ্লয়িজ পেরেন্টস রেসপনসিবিলিটি অ্যান্ড নর্মস ফর অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড মনিটরিং বিল, ২০১৭ পাশ হয়েছে। বিলের অন্য নাম অসম এমপ্লয়িজ প্রণাম বিল।
রাজ্যের অর্থ এবং স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, কোনও সরকারি কর্মী যদি বাবা-মা বা প্রতিবন্দী ভাই-বোনকে দেখাশোনার দায়িত্ব অস্বীকার করেন তবে সংশ্লিষ্ট কর্মী যে বিভাগে কাজ করেন সেখানে অভিযোগ জানাতে পারবেন তাঁর বাবা মা। এই বিল অনুযায়ী, ওই কর্মীর মাইনে থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে তা বাবা-মা অথবা প্রতিবন্দী ভাই-বোনের ব্যাংক অ্যাকাউন্টে ফেলে দেওয়া হবে।
হিমন্তবাবু ফেসবুকে জানিয়েছেন, পিএসইউ ও বেসরকারি সংস্থার ক্ষেত্রেও একই বিল আনবেন তাঁরা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yh6bG7
September 17, 2017 at 01:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন