সুরমা টাইমস ডেস্ক:: পূজামণ্ডপ থেকে ফেরার পথে ঠাকুরগাঁও সদরে এক কিশোরীকে ধরে নিয়ে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায় জানান- শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে কিশোরীর বাবা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন।
মামলার পর আসামি ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর ডাঙ্গাপাড়া এলাকার তোফাজ্জলের ছেলে মনজুরুলকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
অন্য আসামিরা হলেন হোসেন আলী (৩২), মানিক আলী (৩৪), মামুন রহমান (২৫) ও আশরাফুল ইসলাম (২৬)।
সেইসঙ্গে শনিবার মেয়েটিকে (১৪) ডাক্তারি পরীক্ষার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার বরাত দিয়ে ওসি বলেন- শুক্রবার (২৯শে সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মেয়েটি খালাত ভাইকে সঙ্গে নিয়ে আখানগরের কেরানিপাড়া এলাকার দুর্গাপূজা মণ্ডপ দেখতে যায়।
“মণ্ডপ থেকে বাড়ির ফেরার পথে ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর এলাকায় মনজুরুল ও তার চার বন্ধু খালাত ভাইকে মারধর করে মেয়েটির মুখ চেপে পাশের একটি লিচু বাগানে নিয়ে ধর্ষণ করে।
“এক সময় ওই কিশোরী সংজ্ঞা হারিয়ে ফেললে ধর্ষকরা তাকে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে বাড়িয়ে পৌঁছে দেয়।”
ওসি বলেন, মামলার পর মনজুরুলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2hE4VsW
September 30, 2017 at 10:48PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.