এইচআইভি ভাইরাসে আক্রান্ত আরো দুই রোহিঙ্গা নারীকে হাসপাতালে ভর্তি

সুরমা টাইমস ডেস্ক: মিয়ানমার থেকে পালিয়ে আসা তিন রোহিঙ্গা নারীকে গতকাল রবিবার রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা বলছেন, তাঁদের মধ্যে দুজন এইচআইভি ভাইরাসে আক্রান্ত। আরেকজন সাপের দংশনে অসুস্থ।হাসপাতালে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এএসআই আলাউদ্দিন তালুকদার সাংবাদিকদের বলেন, এইচআইভি ভাইরাস আক্রান্ত নারীদের একজনের বয়স ৫০ বছর, অন্যজনের ৬০ বছর।সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা শুরু হলে ওই দুই নারী পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বাংলাদেশে পালিয়ে আসেন। তারা টেকনাফের রোহিঙ্গা শরণার্থীশিবিরে ছিলেন। সেখানে অসুস্থবোধ করায় বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষার পর তাদের শরীরে এইচআইভি ভাইরাসের অস্তিত্ব মেলে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2yCgLHY

September 26, 2017 at 12:11AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top