হাসপাতালে দেরিতে আসায় চিকিত্সককে মারধর

রায়গঞ্জ, ২৮ সেপ্টেম্বরঃ হাসপাতালে দেরিতে আসার অভিযোগে চিকিত্সককে বেধড়ক মারধর করল রোগীর আত্মীয়রা। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ জেলা হাসপাতাল চত্বরে।

ইটাহার থানার বুলন্দর গ্ৰামের বাসিন্দা জিয়াউল হক (৪০) জ্বর নিয়ে গতকাল রাতে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভরতি হন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মেডিসিন বিভাগের কর্তব্যরত চিকিৎসক পার্থ সারথি রায়কে ফোন করে ডাকা হয়। তবে ওই চিকিত্সক হাসপাতালে সময়মতো আসেননি বলে অভিযোগ রোগীর পরিবারের। এতে ক্ষুব্ধ হয়ে রোগীর বাড়ির লোকেরা ওই চিকিত্সককে বেধড়ক মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার পুলিশ। তবে পুলিশ হাসপাতালে পৌঁছতেই রোগীর আত্মীয় পরিজনেরা গা ঢাকা দেয়।

চিকিৎসক পার্থ সারথি রায় বলেন, ‘আমি সময়মতো এসেছি কিন্তু রোগীর পরিজনেরা আমাকে ইচ্ছাকৃতভাবে হেনস্থা করেছে। আমি পুরো ঘটনাটি হাসপাতাল সুপার গৌতম কুমার মন্ডলকে জানিয়েছি।’ রায়গঞ্জ জেলা হাসপাতাল সুপার গৌতম কুমার মন্ডল বলেন, ‘সিসিটিভির ফুটেজ সহ রায়গঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।’ পুলিশ সুপার শ্যাম সিং বলেন, ‘অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2fTO5Tm

September 28, 2017 at 06:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top