টরন্টো, ১ সেপ্টেম্বর- আনন্দ ও উৎসবমুখর পরিবেশে কানাডা প্রবাসী বাংলাদেশিরা ১ সেপ্টেম্বর শুক্রবার ঈদুল আজহা উদযপন করেছেন। কানাডার বিভিন্ন শহরে বাংলাদেশি পরিচালনাধীন মসজিদ এবং বিভিন্ন সংগঠনের উদ্যোগ ঈদ জামাতের আয়োজন করা হয়। টরন্টোতে বেশ কয়েকটি জায়গায় খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নগরীর ডেন্টোনিয়া পার্কে অনুষ্ঠিত সর্ববৃহৎ জামাতে এবার টরন্টোর মেয়র জন টোরি উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় এমপি নাথানিয়াল স্মিথ, বিল ব্লেয়ার এবং কাউন্সিলর জেনেট ডেভিসও উপস্থিত ছিলেন। টরন্টোর বায়তুল আমান মসজিদ ও বায়তুল মোকাররম মসজিদসহ শতাধিক মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মন্ট্রিয়লের লিওনেলগ্রো এলাকায় ভিনেট পার্ক এর খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯ টায়। প্রায় ২ হাজার প্রবাসী বাংলাদেশী সহ বিভিন্ন মুসলিম নরনারী ঈদের নামাজে অংশ গ্রহন করেন। শাহজালাল ইসলামিক সেন্টার এর উদ্যোগে আয়োজিত খোলা ময়দানে ঈদের জামাত পরিচালনা করেন মাওলানা তোফায়েল আহমেদ। বায়তুল মোকাররাম মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত ঈদের জামাত পরিচালনা করেন ইমাম আলহাজ মোঃ আব্দুর রউফ। ঈদের প্রত্যেকটি জামাতে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিমদের সুখ শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়া রাজধানী অটোয়া, ক্যালগেরি, এডমন্টন, সাসকাচুন, মেনিটোবাসহ অন্যান্য ছোট শহরগুলোতেও বাংলাদেশিদের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wZLTUu
September 02, 2017 at 02:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top