গুরুত্বহীন আম জনতার সুরক্ষা!

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বরঃ ভিআইপি কালচারের জন্যে দেশ জুড়ে আম জনতার পুলিশি নিরাপত্তা বর্তমানে প্রশ্নের মুখে। সম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী, ভিআইপি এবং আম জনতা পিছু পুলিশি নিরাপত্তায় বিশাল তারতম্য রয়েছে। সারা দেশে রয়েছেন প্রায় ২০ হাজার ভিআইপি। প্রত্যেক ভিআইপি পিছু রয়েছে ৩ জন করে পুলিশকর্মী। উল্টোদিকে ৬৬৩ জন আম জনতার সুরক্ষার দায়িত্বে থাকেন মাত্র ১ জন পুলিশ কর্মীর ওপর।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের একটি রিপোর্টে দেখা গিয়েছে, দেশের ১৯.২৬ লক্ষ পুলিশকর্মীর মধ্যে ৫৯,৯৪৪ জনের একমাত্র কাজ ২০,৮২৮ জন ভিআইপি-এর সুরক্ষা সুনিশ্চিত করা। অংকের বিচারে দেখা যাচ্ছে, দেশের প্রত্যেক ভিআইপির সুরক্ষার দায়িত্বে রয়েছেন ২.৭৩ জন পুলিশকর্মী। আম জনতার জন্যে বিশ্বে সবচেয়ে কম সংখ্যক পুলিশকর্মী নিযুক্ত রয়েছেন ভারতে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2hbK2RU

September 18, 2017 at 06:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top