সুনামগঞ্জে কৃষক লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিনিধি:: সুনামগঞ্জে সদর উপজেলায় কৃষক লীগ নেতা জুনেদ আহমদকে (৪০) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তিনি সুনামগঞ্জ শহরতলীর মাইজবাড়িতে জেলা কৃষক লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক। শুক্রবার (১লা সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সন্দেহজনকভাবে জুনেদের শ্যালক আব্দুল মতিনকে (৩২) আটক করেছে পুলিশ। নিহত জুনেদ আহমদ শহরতলীর মাইজবাড়ি গ্রামের মৃত অচ্ছদর আলীর ছেলে। আটক আব্দুল মতিন একই গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাত দেড়টার দিকে জুনেদ বাড়ির পাশে যান। এ সময় হঠাৎ কে বা কারা তাকে ছুরিকাঘাত করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ জানান, আটক আব্দুল মতিন নিহত জুনেদের শ্যালক। বেশ কিছু দিন আগে টাকা পয়সার বিরোধ নিয়ে জুনেদ তার শ্যালক মতিনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। এ বিরোধের জেরে খুন হতে পারেন জুনেদ। এ আশঙ্কায় মতিনকে আটক করেছে পুলিশ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2iPK0TY

September 02, 2017 at 08:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top