সৌরভ মাহমুদ হারুন ● সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি বলেছেন যে, শিক্ষার মানে ও উদ্দেশ্য হল দেহ মনের আত্মশুদ্ধি। অপরদিকে শিক্ষার আরেক অর্থ হল আলো। আমাদেরকে ছাত্র জীবনে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠার জন্য সকল উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠার জন্য মান সম্মত শিক্ষা গ্রহন করেত হবে এবং এ শিক্ষার বিকল্প নেই।
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীদেরকে প্রতিদিন হোম ওর্য়াক দিতে হবে এবং তা যথাযথ ভাবে আদায় করতে হবে।শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি শিক্ষক এবং গার্ডিয়ানরা অবশ্যই খেয়াল রাখতে হবে।
শনিবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের ফকির বাজার স্কুল এন্ড কলেজের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা মন্ত্রনালয় কর্র্তৃক বরাদ্দ প্রাপ্ত বহুতল ভবন কাজের উদ্বোধনী ও আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক এবং পরিচালনা করেন প্রভাষক কাজী গিয়াস উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ মো: মোস্তফা মাস্টার, কালিকাপুর আবদুল মতিন খসরু ডিগ্রি কলেজের আলহাজ¦ অধ্যক্ষ মো: মফিজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা মো: জয়নাল আবেদীন শামীম, বুড়িচং থানা অফিসার ইনচার্জ মনোজ কুমার দে,কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান রাতুল, বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার বাছির খান।
অনুষ্ঠান শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো: শাহ জালাল মজুমদার।
এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি আ’লীগ নেতা মো: ফয়েজ আহম্মেদ মেম্বার, মুক্তিযোদ্ধা শহিদুল আলমসহ কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি সাবেক আইন মন্ত্রী অ্যাড. আবদুল মতিন খসরু ফকির বাজার স্কুল এন্ড কলেজের বহুতল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন লাল ফিতা কেটে ।
The post শিক্ষার মানে ও উদ্দেশ্য হল দেহ মনের আত্মশুদ্ধি —আবদুল মতিন খসরু appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2wJTLd6
September 23, 2017 at 07:14PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন