তরাই-ডুয়ার্সের চা বাগানের বোনাস নিয়ে আজ বৈঠক

ওয়েব ডেস্ক, ৫ আগস্টঃ তরাই-ডুয়ার্সের ১৬৭টি চা বাগানের পুজোর বোনাস নিয়ে আজ কলকাতায় দু-দিনের দ্বিপাক্ষিক বৈঠক শুরু হচ্ছে। এই বৈঠকেই চা শ্রমিকদের বোনাসের নিষ্পত্তি হয়ে যেতে পারে। এর আগে ২৯ আগস্ট কলকাতায় বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু ট্রেনের সমস্যার জন্য সেই বৈঠক সরিয়ে আনা হয় মাটিগাড়ায় টিপার অফিসে। সেখানেই ঠিক হয়েছিল ৫-৬ সেপ্টেম্বর দ্বিতীয় দফার বৈঠক হবে কলকাতায় চেম্বার অব কমার্সে। উত্তরবঙ্গে পুজোর বাজার জমে ওঠার জন্য এই বৈঠকের দিকে উদগ্রীব হয়ে তাকিয়ে আছেন ব্যবসায়ীরা। তাই শুধু চা শ্রমিকদের কাছে নয়, এই বৈঠক গুরুত্বপূর্ণ তাঁদের কাছেও।

এদিকে তরাই-ডুয়ার্সের বোনাস বৈঠক হলেও পাহাড়ের ৮৭টি চা বাগানের শ্রমিকদের পুজোর বোনাস কী হবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। প্রথা অনুযায়ী, সমতলের বাগানগুলিতে বোনাস বৈঠক হয়ে যাওয়ার পরই পাহাড়ের চা বাগানগুলির শ্রমিকদের বোনাস নিয়ে বৈঠক হয়। কিন্তু এবার পাহাড়ে প্রায় তিনমাসের টানা বন্ধ চলায় শোচনীয় অবস্থা সেখানকার বাগানগুলির। বন্‌ধের আওতা থেকে ছাড় না পাওয়ায় তাদের উৎপাদন বন্ধ। ফলে এবার কীভাবে পাহাড়ে চা শ্রমিকদের পুজো বোনাস হবে, তা নিয়ে সংশয় থাকছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2gBau7d

September 05, 2017 at 01:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top