ঢাকা, ২৯ সেপ্টেম্বর- অভিনয় করতে যেয়ে নির্মাতার সাথে সুসম্পর্ক হয়ে এটাই স্বাভাবিক। কখনো কখনো তা পারিবারিক সম্পর্কেও রূপ নেয়। ঠিক এমনটাই হল এবার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার সাথে। ২৭ সেপ্টেম্বর রাতে প্রভা নির্মাতা সকাল আহমেদের বাসায় ছিলেন। নির্মাতা সকাল সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে যে ছবি পোস্ট করেছেন তা দেখে এটাই বোঝা যায় তারা তখন আনন্দের সময় কাটিয়েছেন। ছবিতে প্রভাকে দেখা যায় ইলিশ মাছ আর ডিম ভাজি করছেন। সকাল আহমেদের স্ত্রী ইসরাত আহমেদ তাকে সহযোগিতা করছেন। প্রভা পরিবারের অনুমতি নিয়েই সকাল আহমেদের বাসায় ঐ রাতে ঘরোয়া আয়োজনে সামিল হয়েছেন বলে জানিয়েছেন। এআর/২০:২০/২৯ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2fwqasp
September 30, 2017 at 02:18AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top