কলকাতা, ০৮ সেপ্টেম্বর- পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করে দলের নেতা-মন্ত্রীদের তুলোধনা করলেন মমতা বন্দোধ্যায়৷ আজ, শুক্রবার কোর কমিটির বৈঠকে তৃণমূলের একাধিক মন্ত্রী ও নেত্রী চূড়ান্ত ভর্ৎসনা করেন মমতা৷ এদিন তিনি মন্তব্য করেন, যাঁরা বিজেপির সঙ্গে গোপনে যোগাযোগ রাখছে, তা দল ছেড়ে বড়িয়ে যেতে পারেন৷ বেশ কয়েকজন মন্ত্রীকে লক্ষ্য করে তৃণমূল সুপ্রিমো বলেন, দেখছি, টাকা তোলা আছা আর কোনও কাজ করছেন না৷ এই সব চলবে না৷ না হলে দল থেকে তারিয়ে দেব৷ কালীঘাটের বাড়িতে সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি, পর্যবেক্ষকদের সঙ্গে শাখা সংগঠনগুলির নেতারাও ডেকে বৈঠকে বসেন তৃণমূল সুপ্রমো৷ কেন্দ্র এবং বিজেপির বিরোধিতায় দলকে কী ভাবে পথে নামতে হবে, তার দিশা মমতা দেন তিনি৷ কারণ, রাজ্যে দ্বিতীয় শক্তি হিসেবে বিজেপির উত্থান অব্যাহত৷ পঞ্চায়েত ভোটের আগে বুথস্তর থেকেই যাতে নিজেদের দখল বজায় থাকে, সে জন্য জেলাভিত্তিক আরও নজর দেওয়ার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সাংগঠনিক ভাবে মুকুলের ডানা ছাঁটার প্রক্রিয়া শুরু হলেও বেশ কয়েকজন নেতাকে কটাক্ষ করেন তিনি৷



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wNOFM9
September 09, 2017 at 03:51AM
08 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top