মাংসের বিজ্ঞাপনে গনেশ! প্রতিবাদ ভারতের

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বরঃ অস্ট্রেলিয়ায় ভেড়ার মাংসের বিজ্ঞাপনে হিন্দুদের দেবতা গণেশকে ব্যবহার করা হয়েছে। বিজ্ঞাপনটির নাম ইউ নেভার ল্যাম্ব এগেন। বিজ্ঞাপনে দেখা যায়, গণেশ সহ বিভিন্ন ধর্মের দেবতারা, যেমন যীশু খ্রিস্ট, বুদ্ধ, থোর ও জিউস একই টেবিলে বসে ভেড়ার মাংস খাচ্ছেন আর তা দেখেই ক্ষুব্ধ সেই দেশের হিন্দু সম্প্রদায়।

ভারত সরকারও কড়া ভাষায় অস্ট্রেলিয়াকে জানিয়ে দিয়েছে, এ ধরনের বিজ্ঞাপন বরদাস্ত করা হবে না। তারা কূটনৈতিক চ্যানেলে ওই বিজ্ঞাপনের নিন্দা জানিয়েছে। পাশাপাশি ওই বিজ্ঞাপনটি বন্ধের দাবিও জানানো হয়েছে। তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় ওই বিজ্ঞাপন তুলে নিতে অস্ট্রেলিয়ার মিট অ্যান্ড লাইভস্টকের প্রতিও আহ্বান জানিয়েছে। বিজ্ঞাপনটি নিষিদ্ধ করতে ৪৪০০ স্বাক্ষরযুক্ত একটি অনলাইন পিটিশনও করা হয়েছে। যে সংস্থা বিজ্ঞাপনটি দিয়েছে, তাদের মতে এতে আপত্তিকর কিছু নেই। ভেড়ার মাংস যে সব সম্প্রদায়ের মানুষের প্রিয়, তা দেখানোর জন্যই এই বিজ্ঞাপনের সৃষ্টি, কারও ধর্মীয় আবেগে আঘাত করার জন্য নয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xtOQwQ

September 12, 2017 at 12:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top