প্রথমার্ধের শেষে ২৫২-তে ভারত

কলকাতা, ২১ সেপ্টেম্বরঃ দ্বিতীয় একদিনের ম্যাচে প্রথমার্ধের শেষে মাত্র ২৫২ রানে গুটিয়ে গেল ভারত। শুরুটা বেশ ভালো করলেও শেষে স্কোর মনের মতো হল না। রাহানে(৫৫) ও কোহলির(৯২) ব্যাটে ভড় করে কিছুটা সম্মানজনক স্কোরে পৌঁছয় ভারত। মাত্র আট রানের জন্য সেঞ্চুরি মিস করলেন কোহলি। রোহিত শর্মা(৭) শুরুতেই আউট হয়ে গিয়েছিলেন। আজ সেভাবে খেলতে পারেননি মহেন্দ্র সিং ধোনিও। তিনি মাত্র ৫ রান করে ফিরে যান। তবে আজ ভালো সঙ্গত দিয়েছেন কেদার যাদব। ২৪ বলে তিনি ২৪ রান করেন। বৃষ্টির জন্য বেশ কিছুক্ষণ বন্ধ রাখা হয় খেলা। খেলা ফের শুরু হলে হার্দিক পান্ডিয়া (২০) এবং ভুবনেশ্বর কুমার (২০) রান বাড়ানোর চেষ্টা করেন। আকাশের মুখ ভাড়। ফলে যে কোনও মুহূর্তে আবারও নামতে পারে বৃষ্টি। অবস্থা এরকম থাকলে স্কোরলাইন কোথায় গিয়ে দাঁড়ায় তা দেখার বিষয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wJ8tfe

September 21, 2017 at 06:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top