শিলিগুড়ি, ২৩ সেপ্টেম্বরঃ চতুর্থীর দিন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ডার্বির এই ফুটবল উত্সবে ঠিক হতে চলেছে টানা আটবার ট্রফি জয়ের ইতিহাস ইস্টবেঙ্গল করবে নাকি বোধনের রঙ হবে সবুজ মেরুন। মরশুমের প্রথম ডার্বি, কোচের হটসিটে খালিদ জামিল। তাই তাঁকে নিয়ে প্রত্যাশার পারদ উঠতে শুরু করেছে। কোচের দায়িত্ব নেওয়ার পর থেকেই বুঝতে পেরেছেন ডার্বির চাপ। স্বীকারও করছেন মুম্বই বা আইজলে থাকাকালীন এত চাপ ছিল না যতটা এখানে আছে। প্লেয়ার হিসেবে তাঁর খেলা হয়নি ডার্বি। দর্শক হিসেবেই থেকেছেন, কিন্তু এবার হিসেবটা ভিন্ন।
মাঝে বাকি মাত্র একটি রাত। তারপর মরশুমের প্রথম ডার্বি। উত্তেজনায় ফুটছে দু-দল এবং তাদের সভ্য-সমর্থকরা। পয়েন্টের বিচারে এবার দুই দল একই স্থানে রয়েছে। তবে গোল পার্থক্যে কিছুটা এগিয়ে ইস্টবেঙ্গল। কিন্তু, তা হলেও নিজেদেরকে এগিয়ে রাখতে নারাজ খালিদ। তিনি বলেন, ‘গোল পার্থক্যে এগিয়ে থাকা ডার্বিতে কোনও কাজে আসে না। তাই এসব মাথায় না এনে নিজেদের খেলাটা খেলতে চাইছি। আমরা জিতার জন্যই মাঠে নামব। ডার্বি আমার কাছে আলাদা কিছু নয়।’
অন্যদিকে মোহনবাগান শিবিরেও একই সুর। কোচ থেকে শুরু করে প্লেয়াররা সবাই সাবধানে পা ফেলছেন। কোচ শঙ্করলাল জানালেন, ডার্বির আগে প্লাজার ফর্মে ফেরা বা গোল পার্থক্যে এগিয়ে থাকা এগিয়ে রাখবে ইস্টবেঙ্গলকে। ডার্বির আগে দু-দলের কোচ-ই প্রতিক্ষকে মেপে পা ফেলতে চাইছে। কারন এবারের ডার্বিটা হল কলকাতা লিগের ফাইনাল ম্যাচ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xvj4xW
September 23, 2017 at 01:29PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন