মিরপুরের জঙ্গি আস্তানার বাড়ির মালিক ও নৈশপ্রহরী কে গ্রেফতার করেছে র‍্যাব

সুরমা টাইমস ডেস্ক:: রাজধানীর মিরপুরের দারুস সালাম থানার কাছে বর্ধনবাড়ি এলাকার ‘জঙ্গি আস্তানার’ বাড়ির মালিক হাবিবুল্লাহ বাহার আজাদ ও ওই গলির নৈশপ্রহরী সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (৭ই সেপ্টেম্বর) দুপুর বেলা ঘটনাস্থল পরিদর্শন শেষে এ কথা জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

এদিকে, বৃহস্পতিবার সকাল থেকে ওই জঙ্গি আস্তানায় ফের তল্লাশি শুরু হয়।

এ সময় মুফতি মাহমুদ খান জানিয়েছেন, ভবনের ভেতরে ও ছাদে বেশ কয়েকটি অবিস্ফোরিত বোমা ও বিস্ফোরক আছে। যেগুলো বুধবার রাতে নিষ্ক্রিয় করা হয়নি। সেগুলো নিষ্ক্রিয় করা হবে। এজন্য বোমা নিষ্ক্রিয়করণ দল কাজ করছে। তা ছাড়া ভেতরে আর কোথায় কী আছে তা দেখা হচ্ছে। এর পর এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে র‌্যাবের সঙ্গে ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট, ডিবি পুলিশসহ অন্যান্য সংস্থা কাজ করছে। তারাও ভেতর থেকে আলামত সংগ্রহ করছে।

প্রসঙ্গত, সোমবার রাত সাড়ে ১২টার দিকে ঘিরে ফেলা হয় মিরপুরের মাজার রোডের ওই ছয়তলা ভবন। মঙ্গলবার বেশ কয়েকটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হয় জঙ্গিনেতা আব্দুল্লাহসহ সাতজন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2wM04cV

September 07, 2017 at 10:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top