কুমিল্লায় হিযবুল্লাহর বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক ● ছারছীনা দরবার শরীফের বর্তমান পীর আলহাজ্ব মাওলানা শাহ মোহাম্মদ মুহেব্বুল্লাহর নির্দেশে মায়ানমারের রোহিংগা মুসলমানদের উপর মায়ানমারের সেনাবাহিনি ও বৌদ্ধ সম্প্রদায়ের র্ববোরচিত র্নিযাতন গণহত্যা ও রাখাইনে তাদের ফিরিয়ে নেওয়ার প্রতিবাদে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলা জমিয়তে হিযবুল্লাহর উদ্যোগে মানববন্ধনটি রাজগঞ্জ থেকে কাপড়িয়া পট্টি র্পযন্ত রাস্তার দুই পাশ্বে অবস্থান করে।

জেলা জমিয়তে হিযবুল্লাহর যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবু বকরের উপস্থাপনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জমিয়তে হিযবুল্লাহর সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক আলহাজ্ব হাফেজ মাও: ড রুহুল আমিন, জেলা জমিয়তে হিযবুল্লাহর সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: নুরুজ্জামান খন্দকার, জেলা জমিয়তে হিযবুল্লাহর সহ সভাপতি অধ্যক্ষ আবদুল বাতেন, জেলা জমিয়তে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস মাও: আবদুল কাদের, জেলা ছাত্র হিযবুল্লাহর সভাপতি হাফেজ মাও: নজরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে ড রুহুল আমিন বলেন বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহর আমির ছারছীনার হযরত পীর সাহেব কেবলা সারা বিশ্বের মুসলমানদের ঐক্যের আহবান জানিয়েছেন। তিনি বলেন, রোহিংগা মুসলমানদের উপর অবিলম্বে নির্যাতন ও গনহত্যা বন্ধ করতে হবে এবং তাদেরকে তাদের নিজ বাসস্থানে ফিরিয়ে তাদের অধিকার দিতে হবে। তিনি সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন সরকার রোহিংগা মুসলমানদের এদেশে আশ্রয় দিয়ে যেভাবে সহযোগিতা করেছে আমাদেরকেও সকল প্রকার ত্রান সামগ্রী দিয়ে সাহায্য করা ইমানী দায়িত্ব।

The post কুমিল্লায় হিযবুল্লাহর বিক্ষোভ সমাবেশ appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2wCh3kQ

September 21, 2017 at 08:41PM
21 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top