হুমকি নয়, আরও কথা হোক ভারত-চিনের

শিয়ামেন (চিন), ৫ আগস্টঃ হুমকি নয়, সহযোগিতা। একে অপরের উন্নয়নে সাহায্যে এগিয়ে আসুক। ডোকালাম ইশ্যুকে দূরে সরিয়ে রেখে ব্রিকসের মঞ্চে একে অপরের দিকে সৌহার্দ্যের হাত বাড়িয়ে দিল ভারত-চিন। চিনের প্রেসিডেন্ট শি একধাপ এগিয়ে প্রস্তাব রাখলেন মোদির কাছে দু-দেশের প্রতিরক্ষা মন্ত্রক এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে আরও বেশি মত বিনিময় হোক। বৈঠকের পর ভারতের বিদেশ সচিব জয়শংকরকে ডোকালাম প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা সামনের দিকে দেখছি, পিছনের দিকে নয়। চিনা প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার পর মোদি টুইট করে জানান, অত্যন্ত ইতিবাচক আলোচনা হল ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে। এবারের ব্রিকস সম্মেলন দারুণ ফলপ্রসূ হয়েছে।

সন্ত্রাসবাদ ইশ্যুতে চিনকে পাশে টেনে এবং ডোকালাম প্রসঙ্গ এড়িয়ে দু-দেশের মধ্যে যোগাযোগ বাড়ানোর ইতিবাচক পদক্ষেপ করে পাকিস্তানকে অনেকটাই ব্যাকফুটে ঠেলে দিয়েছে ভারত। শিয়ামেন থেকে মোদি যাচ্ছেন সু চি-র দেশে। মায়ানমারে তিনি দু-দেশের ৭০ বছরের সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্য নিয়ে যাচ্ছেন।

ছবিঃ বৈঠকে ভারত-চিন শীর্ষ নেতৃত্ব।– সংগৃহীত চিত্র



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wASxPv

September 05, 2017 at 02:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top