বেনোনি, ২১ সেপ্টেম্বর- স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। তবে তার আগে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিকের নেতৃত্বাধীন টাইগাররা। তারই ধারাবাহিকতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলের অধিনায়ক মুশফিকুর রহিম। বৃহস্পতিবার বেনোনির উইলোমুর পার্কে বাংলাদেশ সময় দুপুর দুইটা থেকে শুরু হয় ম্যাচটি। ম্যাচটিতে বাংলাদেশের হয়ে শুরুতে ব্যাট হাতে নামেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। ম্যাচটি বাংলাদেশ দলের একাদশে রয়েছেন, তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান। আরএস/০২:১৪/২১ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jP15hw
September 21, 2017 at 08:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top