বিশ্বনাথে প্রবাসী জালাল উদ্দিন পংকি’র দাফন সম্পন্ন

DSC_1107মো. আবুল কাশেম, বিশ্বনাথ :: বিশ্বনাথের যুক্তরাজ্য প্রবাসী স্থানীয় কারিকোনা গ্রামের মরহুম হাজী ছনই মিয়ার প্রথম পুত্র, আল হেরা শপিং সিটির এম.ডি আলহাজ্ সিরাজ উদ্দিন ও সাবেক ছাত্রনেতা এবং প্রাক্তন স্কাউটস লিডার মোঃ জমির উদ্দিন এর বড় ভাই মোঃ জালাল উদ্দিন পংকি’র দাফন সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার বাদ আছর কারিকোনা বায়তুল মামুর মসজিদ প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে।

জানাযায় বিভিন্ন শ্রেণী ও পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহন করেন। জানাযার নামাজে ইমামতি করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন এবং ইসলামী চিন্তাবিদ মাওলানা আবু তাইয়্যেব সৎপুরী । জানাযার নামাজে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় জামায়াত নেতা মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, সিলেট খুদরত উল্লাহ জামে মসজিদের খতিব হযরত মাওলানা জমির উদ্দিন, সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট জেলা দক্ষিণ জামায়াতের আমীর ও ইবনে সিনা হাসপাতাল সিলেট এর চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, বিশ্বনাথ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল হক, জালালাবাদ টি.টি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাসমত উল্লাহ, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ পংকি খান, রামসুন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর আব্দুল কাইয়ুম, নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ এইচ এম আক্তার ফারুক, সিলেট জেলা শ্রমিক কল্যান ফেডারেশন এর সভাপতি ফখরুল ইসলাম খান, মোহাম্মদিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ফয়জুর রহমান, হযরত ওমর ফারুক একাডেমির প্রধান শিক্ষক মরতুজ আলী, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক বশির উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আলতাব হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, কারিকোনা পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী মো আব্দুল বারী, বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব মফিজুর রহমান, পাক্ষিক বিশ্বনাথ বার্তার সম্পাদক মোছাদ্দিক হোসেন সাজুল, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, যুগ্ন আহবায়ক শাহ আমির উদ্দিন প্রমুখ।

জানাযার পূর্বে বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের পরিচালনায় মরহুমের পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমের চাচাতো ভাই মোঃ মঈন উদ্দিন ও আপন ভাই আল হেরা শপিং সিটির ম্যানেজিং ডিরেক্টর আলহাজ সিরাজ উদ্দিন ।

প্রসংগত, গত ১৪ ই সেপ্টেম্বর বৃহস্পতিবার লন্ডন সময় দুপুর ১ টায় তিনি যুক্তরাজ্যের স্কটল্যাণ্ডে ইন্তেকাল করেন । সদালাপী ও কর্মঠ প্রবাসী জালাল উদ্দিন পংকি গত সপ্তাহে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং সেখানকার স্থানীয় হাসপাতালে কয়েকদিন চিকিৎসা শেষে অনেকটা সুস্থ হয়ে ঘরে ফেরেন। গত মঙ্গলবার যুক্তরাজ্যের লন্ডন সিটির ইষ্ট লন্ডন মসজিদে মরহুম মোঃ জালাল উদ্দিন পংকির ১ম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে মরহুমের আত্মীয় স্বজন , বন্ধু – বান্ধব ও বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। মসজিদ মাদ্রাসার উন্নয়নে নিবেদিত প্রাণ এই প্রবাসী ব্যক্তিত্ব মৃত্যুর মাসখানেক পূর্বেও নিজ গ্রামের মসজিদের উন্নয়নের জন্য নিজের ব্যক্তিগত পক্ষ থেকে ৫ লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র , ৭ কন্যা , ভাই-বোন সহ অসংখ্য স্বজন রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৭ বৎসর।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2fCoaPD

September 21, 2017 at 07:30PM
21 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top