প্রিটোরিয়া, ১৭ সেপ্টেম্বর- খেলাধুলা মানুষের মনকে উৎফুল্ল রাখে সংযত রাখে বলেই ধারণা প্রচলিত আছে। কিন্তু দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার ২২ গজ ছেড়ে অবতীর্ণ হলেন ধর্ষকের ভূমিকায়! এক নারীকে ১০ বছর ধরে কমপক্ষে ১৫০ বার ধর্ষণ করার দায়ে ১৮ বছরের জেল হল সাবেক প্রোটিয়া ক্রিকেটার ডিঅন টালজার্ডের। ৪৭ বছরের সাবেক এই পেসারকে অভিযুক্ত করে এই সাজা দেয় ম্যাঞ্চেস্টারের মিনশাল স্ট্রিট ক্রাউন কোর্ট। ১৭ বছর আগে দক্ষিণ আফ্রিকা থেকে ইংল্যান্ডে চলে আসেন ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার দীর্ঘদেহী এই প্রোটিয়া পেসার। দক্ষিণ আফ্রিকার বর্ডার টিমের হয়ে ১৯৯৩ থেকে ২০০০ পর্যন্ত সাত বছরে ২৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন টালজার্ড। কিন্তু ক্রিকেটের পাঠ চুকিয়ে হঠাৎ করেই ধর্ষণে মাতেন তিনি! ইংল্যান্ডে চলে আসার পর ভয় দেখিয়ে এক নারীকে ১০ বছর (২০০০-২০১২) ধরে কমপক্ষে ১৫০ বার ধর্ষণ করেন এই ক্রিকেটার। শেষ পর্যন্ত সমস্ত ভয় উপেক্ষা করে ২০১৫ সালে পুলিশের কাছে টালজার্ডের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন ওই নারী। রাষ্ট্রপক্ষের আইনজীবী নিকোলাস ক্লার্ক আদালতকে বলেন, অভিযুক্ত বেশিরভাগ ক্ষেত্রেই সোমবার মদ্যপান করে ধর্ষণ করত। সরাসরি ওই নারী যৌন মিলনের প্রস্তাব দেওয়া হত। রাজি না হলেও জোর করে অর্থাৎ ধর্ষণ করত। বিচারক অভিষুক্তকে ১৮ বছরের কারাদণ্ড দিয়ে বলেন, তুমি ওই নারীকে ভয় দেখিয়ে বছরের পর বছর ধর্ষণ করেছ। টেক্ট মেসেজ করে শাসিয়েছ। তোমার প্রতি ও এতটাই ভীত ছিল যে, সে একবার উধাও হয়ে গিয়েছিল। ওকে খোঁজার জন্য পুলিশকে হেলিকপ্টার ব্যবহার করতে হয়েছিল। ওই নারী একবার আত্মহত্যাও করতে গিয়েছিল। এ সব কিছুই তোমার জন্য। এই খবর প্রকাশিত হওয়ার পর স্তম্ভিত হয়ে যান সেই সব ক্রিকেটার, যারা টালজার্ডের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করেছেন। ক্লাব স্তর থেকে শুরু করে প্রায় ২০ বছর ক্রিকেট খেলেছেন টালজার্ড। কিন্তু যথারীতি নিজেকে নির্দোষ দাবি করে একে সাজানো ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। নতুন এক বান্ধবীও জুটিয়েছেন তিনি। সেই বান্ধবী আদালতে বলেছেন, ঘটনাটি সাজানো। টালজার্ডের সাবেক স্ত্রী ওকে ফাঁসিয়েছে। ওই মহিলা টালজার্ডের ৩ সন্তানকে দেখাশোনার অনুমতি আমাকে দেয়নি। এই ঘটনাটা ওই নারীই ঘটিয়েছে, কারণ এটাতেই ও অভ্যস্ত। আমরা এর বিচার চাই। ও একজন সুন্দর ও পরিশ্রমী মানুষ টালজার্ড। যে অন্যের জন্য সব কিছু করতে তৈরি।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xIigar
September 17, 2017 at 08:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top