সিকিমের নিখোঁজ দুই নাবালিকার খোঁজ মিলল মেটেলিতে

মেটেলি, ৮ সেপ্টেম্বরঃ বাড়ি থেকে পালিয়ে আসা দুই নাবালিকাকে মেটেলির সামসিং এলাকা থেকে উদ্ধার করল মেটেলি থানার পুলিশ। সিকিম পুলিশ, চাইল্ড লাইন ও স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিদের সহযোগিতায় বৃহস্পতিবার সামসিং টপ লাইন থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর। শুক্রবার মেটেলি থানার পুলিশ ওই দুই নাবালিকাকে জলপাইগুড়ির সিডাব্লিউসি তে পাঠায়।

সূত্রের খবর, পশ্চিম সিকিমের সোমমারিয়া এলাকার ওই দুই নাবালিকা প্রায় ১০-১২ দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল। তাদের পরিবার সিকিম পুলিসে মিসিং ডায়েরি করে। ওই দুই নাবালিকার কাছে থাকা মোবাইল ফোনের লোকেশন ট্যাপ করে সিকিম পুলিশ সামসিংয়ে তাদের উপস্থিতির ব্যপারে জানতে পারে। কে বা কারা ওই নাবালিকাদের এখানে নিয়ে এসেছে সেবিষয়ে তদন্ত করছে পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2f8k3KW

September 08, 2017 at 05:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top