মরহুম এম সাইফুর রহমান একটি ইতিহাসঃএমরান আহমদ


সুরমা টাইমস ডেস্কঃ”এম. সাইফুর রহমান” একটি নাম- একটি ইতিহাস। রত্নগর্ভা সিলেটের এই ক্ষণজন্মা ব্যক্তিত্বের আজ ৫ই সেপ্টেম্বর ৮ম মৃত্যু বার্ষিকিতে মনে পড়ছে তাকে অসংখ্যা বার।বিশ্ব বরেণ্য অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ, শতাব্দীর শ্রেষ্ঠ এই সিলেট প্রেমিক মাত্র ৫ বছর রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে সিলেট অঞ্চলে যে উন্নয়নের সুপরিকল্পিত সুবাতাসের প্রবাহ সঞ্চারিত করেছিলেন,কিন্তু গত সাড়ে ৯ বছরে তা একেবারেই অস্তিমান হয়ে পড়েছে।
অনেকেই ‘আলোকিত সিলেট’ গড়ার শ্লোগান দিয়ে জনপ্রিয়তা আদায়ের চেষ্টা করেছেন। কিন্তু এম. সাইফুর রহমানই ছিলেন আলোকিত সিলেটের মূল স্বপ্ন দ্রষ্টা। শুধু স্বপ্ন দেখা বা দেখানোর মধ্যেই সীমিত ছিলনা তার সদিচ্ছা। তিনি তার বাস্তব রূপায়নও করেছিলেন। এর প্রমাণ তিনি শিক্ষায় আলোকিত করার জন্য সিলেটে অগণিত শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও উন্নয়ন করেছিলেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, সিলেট মডেল স্কুল এন্ড কলেজসহ অনেকগুলো নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের পাশপাশি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এমসি কলেজ, সরকারী মহিলা কলেজ, মদন মোহন কলেজ, সরকারী কলেজ, ওসমানী মেডিক্যাল কলেজ ইত্যাদি প্রতিষ্ঠানে নতুন একাডেমিক ভবন নির্মাণ করেন তিনি। তিনি সিলেট প্রেসক্লাব ভবন নির্মাণে অর্থ বরাদ্দ দেন। ঐতিহাসিক শাহী ঈদগা তার প্রচেষ্টায় নতুন সৌন্দর্য লাভ করে। সিলেটে ইসলামিক ফাউন্ডেশনের নতুন সুবিশাল ভবন নির্মিত হয় তার প্রচেষ্টায়। ইমাম প্রশিক্ষণ একাডেমী, জেলা শিল্পকলা একাডেমী, বিভাগীয় গণগ্রন্থাগার ইত্যাদি প্রতিষ্ঠান তার উদ্যোগেই নিজস্ব সুবিশাল ভবন লাভ করে। রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল সম্প্রসারণ করে এখানে একটি মেডিক্যাল কলেজও চালু করেন তিনি। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রতিহিংসার রাজনীতির কারণে বন্ধ করে দেয়া হয় এই মেডিক্যাল কলেজ। সিলেট মহানগরীকে সিটি কর্পোরেশনে উন্নীত করার পাশাপাশি মেট্রোপলিটন পুলিশ গঠনের মাধ্যমে সিলেট নগরবাসীকে প্রকৃত নগরায়নের সুফল প্রদানের চেষ্টা করেছিলেন তিনি।

আমি মনেকরি শতাব্দীর শ্রেষ্ঠ সিলেট প্রেমিক মরহুম এম. সাইফুর রহমান ও তার সুবিশাল উন্নয়ন কর্মকান্ডকে মূল্যায়ন করেছেন সিলেটবাসী। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এম. সাইফুর রহমানের মৃত্যুর পর যেভাবে তার জানাজায় লাখো মানুষের উপস্থিতি যেভাবে তার প্রতি ভালবাসার নিদর্শন হিসেবে রয়ে গেছে। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি প্রতি মুহূর্তে। অগণিত সিলেটবাসীর মত আমিও বিশ্বাস করি, ‘হক্কুল এবাদ’ বা মানবতার কল্যাণে তার অবদানের জন্য আল্লাহ রাববুল আলামীন তাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন ইনশাআল্লাহ।

ঃসাবেক ওসমানীনগর উপজেলা ছাত্রদল নেতা বর্তমান যুবদল নেতা ও বালাগঞ্জ-ওসমানীনগর জাতীয়তাবাদী যুব ঐক্য পরিষদ ইউ কের যুগ্ম-সম্পাদক এমরান আহমদ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2w3t7qg

September 05, 2017 at 07:34PM
05 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top