আহমেদাবাদ, ১৮ সেপ্টেম্বরঃ বিজেপি সভাপতি অমিত শাহ ২০০২-এর গুজরাট দাঙ্গার মামলায় আদালতে বিজেপি নেত্রী মায়া কোদনানির সাক্ষী হিসেবে হাজিরা দিলেন। গুজরাট দাঙ্গার মামলায় ইতিমধ্যেই মায়া কোদনানিকে দোষী সাব্যস্ত করেছে আদালত। কিন্তু এই মামলায় তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। অভিযোগ, ২০০২-এর দাঙ্গায় আহমেদাবাদের নারোদা গামে ১১ মুসলিমকে হত্যা করা হয়েছিল মায়া কোদনানির নেতৃত্বে। যদিও তাঁর কথা অনুযায়ী, সেদিন তিনি সেখানে উপস্থিত ছিলেন না। তাঁর কথা কতটা সত্যি তা যাচাই করতেই গুজরাট আদালতের বিচারপতি অমিত শাহকে সোমবার আদালতে হাজিরা দিতে বলেছিলেন।
গুজরাট দাঙ্গার নারোদা পাটিয়ায় ১০০ মুসলিমকে হত্যার মামলায় আগেই আদালত মায়া কোদনানিকে দোষী সাব্যস্ত করেছে।
উল্লেখ্য, ২০০৯ পর্যন্ত গুজরাটে নারী ও শিশুকল্যাণ মন্ত্রীর দায়িত্বে ছিলেন কোদনানি। ২০১২ সালে তাঁকে দোষী সাব্যস্ত করে আদালত। ২০১৪ সালে জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xKxImE
September 18, 2017 at 01:32PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন