সিনেমায় আর গান গাইবেন না ভারতীয় জগদ্বিখ্যাত কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর। জন্মদিন উপলক্ষে হিন্দুস্থান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। ভারতের নাইটিঙ্গেল খ্যাত লতা মঙ্গেশকর বলেন, তিনি আরও গান গাইবেন। কিন্তু সিনেমায় আর প্লে ব্যাক করবেন না। ২৮ সেপ্টেম্বর ৮৮ বছরে পা দিলেন লতা। এজন্য তিনি শত কোটি ভক্তের প্রণাম, বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা পেয়েছেন। জি-নিউজের খবরে বলা হয়, লতা মঙ্গেশকর প্লে ব্যাক শুরু করেছিলন ১৯৪২ সালে। তখন তার বয়স ছিল মাত্র ১৩ বছর। দেখতে দেখতে সংগীত জগতে ৭৫ বছর পূর্ণ করেন এই শিল্পী। আধ্যাত্মিক সংগীত, ভজন সবই গাইবেন কিন্তু বলিউড, কলিউডের জন্য আর গান গাইতে চান না লতাজি। জন্মদিনের স্মৃতিচারণ করে লতা মঙ্গেশকর জানালেন, ছোটবেলা থেকেই জন্মদিন নিয়ে আমার কোনো উত্তেজনা ছিল না, এখনো নেই। এমনকি যখনই কেউ আমার জন্মদিন উদযাপন করে আমি একেবারেই খুশি হই না। তবে ছোটবেলায় জন্মদিনে কেউ না কেউ আমাকে নতুন জামা উপহার দিত। আমার জন্মদিনে মাকে দেখেছি পূজা দিতে, আর পূজার পর আমার জন্য থাকতো মিষ্টি। জন্মদিনে নিজের ইচ্ছের কথা বলতে গিয়ে তিনি বলেন, শুধু জন্মদিনের ইচ্ছে নয়, বাকি জীবনের প্রতিটা দিনই আমি গান গাইতে চাই, এটাই আমার ইচ্ছে। এআর/১৭:০৫/২৯ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xIcz9O
September 29, 2017 at 11:03PM
29 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top