নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা সিমান্ত দিয়ে ভারতে ইলিশ মাছ পাচার করা হবে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ পাচারকারীকে আটক করেছে র্যাব। শনিবার দিবাগত রাতে জেলার বুড়িচং উপজেলার চড়ানল এলাকার হাফেজিয়া মাদ্রাসার সামনের রাস্তা থেকে তাদেরকে আটক করা হয়। রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাব র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা।
এসময় র্যাব তাদের কাছ থেকে ১৮০ কেজি ইলিশ মাছ, ১টি অটোরিক্সা ও ১টি মোটর সাইকেল জব্দ করে। আটককৃতরা হল- বুড়িচং উপজেলার জগতপুর এলাকার মৃত ওয়ালী মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসালম ইউসুফ(৩৫) ও লরীবাগ এলাকার মোঃ মোস্তফা কামালের ছেলে মোঃ কাইয়ুম হোসেন (২০)।
১৮০ কেজি ইলিশ মাছ অটোরিক্সায় করে ভারতে পাচার করার জন্য নিয়ে যাওয়ার সময় হাতেনাতে তাদের আটক করে র্যাব। তাদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে।
The post কুমিল্লা থেকে ভারতে ইলিশ মাছ পাচারের সময় আটক ২ appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2yyPLsW
September 24, 2017 at 01:55PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন