ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রজেক্ট স্বচ্ছ ভারত এর প্রচারে গত বছর কলকাতার ইডেন গার্ডেনে ঝাড়ু হাতে নেমে পড়েছিলেন বিরাট কোহলি। এক বছর পর ঝাড়ু হাতে ভারত অধিনায়কের সেই ছবি সোশাল মিডিয়ায় বিতর্কের ঝড় তুলেছে। এই বিতর্কের পেছনে একজন অস্ট্রেলিয়ান সাংবাদিক। ঝাড়ু হাতে কোহলির সেই ছবি টুইটারে পোস্ট করে তিনি লিখেছেন, বিশ্ব একাদশের ম্যাচের আগে মাঠের যত্ন নিতে ঝাড়ুদাররা মাঠ পরিষ্কার করছে। ছবির সঙ্গে এই ক্যাপশন ব্যবহার করে ইঙ্গিতটা যে তিনি কোহলিকেই বুঝিয়েছেন সেটা বুঝতে ভুল করেনি ক্রিকেটবিশ্ব। ভারত অধিনায়ককে নিয়ে এমন অসম্মানজনক টুইটের পরই ইন্টারনেট দুনিয়ায় কোহলি অনুরাগীদের তোপের মুখে পড়েছেন সেই সাংবাদিক। রোববারই চিপকের বাইশ গজে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার ৫ ম্যাচের ওয়ানডে লড়াই। এরপরই এমন টুইট দুই ক্রিকেট খেলিয়ে দেশের মধ্য সম্পর্কে ভাঙন ধরাতে পারে বলে মনে করছে ক্রিকেটভক্তরা। শুরু তাই নয় বছরের শুরুতে ডিআরএস গেট নিয়ে দুই দেশের ক্রিকেটাররা সমস্যায় জড়িয়েছিল। সেই অতীত ভুলেই আবারও নতুন করে সিরিজ শুরুর বার্তা দিয়েছেন অজি ক্যাপ্টেন স্মিথ। তীর্যক টুইট নিয়ে ক্রিকেটাররা কোনো মন্তব্য না করলেও ইন্টারনেট দুনিয়ায় এই মন্তব্য ভক্তদের ইগোতে বড় আঘাত করেছে। অজি সাংবাদিকের তীর্যক মন্তব্যের জবাবে ভারতের ক্রিকটপ্রেমীরা লিখেছেন, আমাদের ব্যাটসম্যানরা সব সময়ই বিপক্ষকে ক্লিন সুইপ করতে পছন্দ করে। শুধু তাই নয়, একধাপ এগিয়ে আরেক কোহলি ভক্ত লিখেছেন, অজি সফরে আগে ছবিটা অবশ্যই প্রাসঙ্গিক। কোহলি অজিদের কিভাবে সুইপ করে ধবল ধোলাই করবেন তারই প্রস্তুতি এটা। আরএস/১০:১৪/১৪ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2js16HF
September 14, 2017 at 10:46PM
14 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top