ঢাকা, ২৫ সেপ্টেম্বর- ঢালিউডের চিরসবুজ নায়ক জাফর ইকবালের জন্মদিন সোমবার। ১৯৫০ সালের ২৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি। গায়ক হিসেবেও পরিচিত ছিলেন জাফর ইকবাল। অংশ নিয়েছিলেন মুক্তিযুদ্ধে। জন্মদিনে এ নায়ক স্মরণে বিশেষ কোনো আয়োজন নেই। তবে স্মরণ করছেন ভক্ত ও বাংলা সিনেমাপ্রেমীরা। তার নজির মিলল সামাজিক যোগাযোগমাধ্যমে। জাফর ইকবালের জন্ম পাবনায়। বেড়ে উঠেন সাংস্কৃতিক পরিমণ্ডলে। তার বড় ভাই আনোয়ার পারভেজ খ্যাতিমান সংগীত পরিচালক, ছোট বোন শাহনাজ রহমতুল্লাহ সংগীতশিল্পী। ১৯৬৬ সালে ব্যান্ড দল গড়ে তোলেন জাফর ইকবাল। সেই সূত্রেই নির্মাতা খান আতাউর রহমানের সঙ্গে পরিচয়। ১৯৬৯ সালে এক গানের অনুষ্ঠান শেষে খান আতা তার হাতে একটা কার্ড দিয়ে বলেন, ফিল্মে অভিনয় করবে? প্রশ্নটি শুনে জাফর ইকবাল একটু ভাবলেন। নম্রভাবে বললেন, ইচ্ছে আছে। সুযোগ পেলে অভিনয় করব। সে বছরেই মুক্তি পায় তার প্রথম ছবি আপন পর, বিপরীতে ছিলেন কবরী। সব মিলিয়ে ১৫০টি সিনেমায় অভিনয় করেছেন জাফর ইকবাল। এর মধ্যে ববিতার সঙ্গে ছিল ৩০টি। তাদের সম্পর্ক নিয়ে বাজারে গুজবও চালু ছিল। জাফর ইকবাল অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো ভাই বন্ধু, চোরের বউ, অবদান, সাধারণ মেয়ে, একই অঙ্গে এত রূপ, ফকির মজনু শাহ, দিনের পর দিন, বেদ্বীন, অংশীদার, মেঘ বিজলী বাদল, সাত রাজার ধন, আশীর্বাদ, অপমান, এক মুঠো ভাত, নয়নের আলো, গৃহলক্ষ্মী, ওগো বিদেশিনী, প্রেমিক, নবাব, প্রতিরোধ, ফুলের মালা, সিআইডি, মর্যাদা, সন্ধি ও অবুঝ হৃদয়। ব্যক্তিগত জীবনে খুবই অনিয়ম করতেন জাফর ইকবাল। ফলশ্রুতিতে আক্রান্ত হন ক্যান্সারে, হার্ট ও কিডনি নষ্ট হয়ে যায়। ১৯৯২ সালের ২৭ এপ্রিল মৃত্যুবরণ করেন তিনি। এআর/১৮:০৫/২৫ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xq2cJY
September 26, 2017 at 12:03AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top