লাইনে দাঁড়িয়ে পাঁচ টাকার টিকেটে স্বাস্থ্যসেবা নিলেন প্রধানমন্ত্রী

সুরমা টাইমস ডেস্ক:: গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে নিজের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি টিকেট কাউন্টারে দাঁড়িয়ে নাম নিবন্ধনও করেন।

শনিবার (৯ই সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মায়ের নামে প্রতিষ্ঠিত হাসপাতালটিতে পৌঁছেন প্রধানমন্ত্রী।

এরপর আর সকলের ন্যায় কাউন্টারে দাঁড়িয়ে নাম নিবন্ধন করেন। স্বাস্থ্য পরীক্ষায় পাঁচ টাকা মূল্যের নির্ধারিত টিকেট কাটেন শেখ হাসিনা। এ সময় সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা।

পরে হাসপাতালে চোখ, কানসহ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান প্রধানমন্ত্রী।

নিজের স্বাস্থ্য পরীক্ষার পর সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের কনসালটেন্টদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। এসময় তিনি হাসপাতালের চিকিৎসা সেবা ও এর মান নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

২০১৩ সালের ১৮ই নভেম্বর মালয়েশীয় প্রতিষ্ঠান কেপিজের সঙ্গে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালের যাত্রা শুরু হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2wPtJ7i

September 09, 2017 at 11:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top