আগামীকাল শিলিগুড়িতে আসছেন মুখ্যমন্ত্রী

শিলিগুড়ি, ১০ সেপ্টেম্বরঃ তিনদিনের সফরে সোমবার দুপুরে শিলিগুড়িতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি সূত্রে এখনও পর্যন্ত খবর, মঙ্গলবার বিকেলে পাহাড় সমস্যা নিয়ে সর্বদলীয় বৈঠক ছাড়া এখনও পর্যন্ত আর অন্য কোনো কর্মসূচী নেই মুখ্যমন্ত্রীর।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী সোমবার বেলা ২.৫৫ মিনিটে বাগডোগরায় নেমে সোজা চলে যাবেন উত্তরকন্যার অতিথিনিবাসে। সেখানেই তিনি থাকবেন তিনদিন। ১২ সেপ্টেম্বর বিকেল ৩টেয় উত্তরকন্যায় পাহাড় ইস্যুতে সর্বদলীয় বৈঠক করবেন।

এই বৈঠকে উপস্থিত থাকবেন পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দল, উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানদের পাশাপাশি রাজ্যের একাধিক মন্ত্রী, আমলা এবং পুলিশ কর্তারা। এই সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে অরূপ বিশ্বাস, রাজ্যের মুখ্যসচিব মলয় দে, স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্য, এডিজি অ্যান্ড আইজি(আইনশৃঙ্খলা) অনুজ শর্মা আসছেন বলে জানা গিয়েছে। বুধবার দুপুর ২.৫০ মিনিটের বিমানে বাগডোগরা থেকে কলকাতায় ফেরার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xTT0Kw

September 10, 2017 at 09:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top