কলকাতা, ১১ সেপ্টেম্বর- সিটি অব জয় কলকাতায় এখন দুর্গা পূজা ঘিরে সাজ-সাজ রব, দারুণ ব্যস্ত কুমারপাড়া।কলকাতার কুমারটুলির কুমারপাড়া পৃথিবীব্যাপী বিখ্যাত প্রতিমা শিল্পের জন্য। কুমারটুলিতে পূজার অন্যান্য সামগ্রীও সমানভাবে তৈরি হচ্ছে । দর্জি সেলাই করছে প্রতিমার অলঙ্কার কিংবা করছে মণ্ডপের ব্যাকড্রপের কাজ । এগুলো কাপড়, চুমকি, কিছু সিনথেটিক উপকরণে হচ্ছে । এবারও কুমারটুলির স্টুডিওগুলোতে প্রাধান্য পাচ্ছে ভিন্ন মাত্রার প্রতিমা নির্মাণ। এই কাজে প্রচলিত প্রতিমার বাইরে বের হয়ে আধুনিকতার স্পর্শ দেয়ার চেষ্টা করা হচ্ছে । যেহেতু পশ্চিমবঙ্গে প্রায় ২০০০ এর বেশী মণ্ডপে পূজা হয় তাই সবগুলো মণ্ডপ চায় তাদেরটা আলাদা কিছু হোক । পুরো ভারত তাকিয়ে থাকে পশ্চিমবঙ্গের দুর্গা পূজার দিকে।এই শহরের দুর্গা প্রতিমায় ভালোবাসা আছে, শিল্পীর শ্রেষ্ঠত্ব আছে । আর আছে কুমারটুলির শিল্পীদের দুর্গাপ্রতিমার বিশেষ খ্যাতি । এইখ্যাতির খাতিরেই কুমারটুলির দুর্গাপ্রতিমা চলে যাচ্ছে ইউরোপ, আমেরিকা, সহ অন্যান্য দেশের প্রবাসী বাঙালিদের উঠানে। কলকাতার ব্যস্ত কুমারপাড়ায় দুর্গা দেবীকে দেখুন ডিজিটাল শর্টে: আর/১০:১৪/১১ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xrFO3n
September 12, 2017 at 04:54AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top