মুম্বাই, ২২ সেপ্টেম্বর- প্রথম ছবি ছিল চ্যাম্প। আর সেখানেই সকলের নজর কেড়েছিলেন মডেলিং থেকে অভিনয়ে আসা রুক্মিণী মৈত্র। শুক্রবার মুক্তি পেয়েছে তার দ্বিতীয় ছবি ককপিট। দেব তো তার পাশেই রয়েছেন। কিন্তু এ ছবিতে দেব-রুক্মিণী জুটির সঙ্গে রয়েছেন কোয়েল মল্লিক। ফলে দেব-কোয়েল জুটির পারফরম্যান্সও দেখবেন দর্শক। কোয়েলকে নিয়ে কি কম্পিটিশন রয়েছে? অন্ডাল বিমানবন্দরে ককপিট-এর মিউজিক লঞ্চে রুক্মিণী বললেন, কম্পিটিশন নয়। বরং আমি যখন নার্ভাস হয়ে যেতাম কোয়েল আমাকে হেল্প করত। বলত, ভালো হচ্ছে, ভাল হচ্ছে। দ্বিতীয় ছবিতে নায়িকা হিসেবে অনেকটা কনফিডেন্ট রুক্মিণী। তিনি জানালেন, ককপিট-এর বিষয় এতটাই আলাদা যে তা আরও বেশি কনফিডেন্স দিয়েছে। অভিষেক ছবিতে অভিনয় নিয়ে দেব টিপস দিতেন। প্রয়োজন হলে শাসনও করতেন। তবে ককপিট-এ নাকি দেব কোনও টিপস দেননি। রুক্মিণী শেয়ার করলেন, আমি এখানে যা করেছি নিজে করেছি। কী করেছি জানি না, তবে সবটাই নিজে করেছি। এ আর/১৮:৫৫/২২ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jO9EZI
September 23, 2017 at 12:55AM
22 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top