রোহিঙ্গারা অভ্যন্তরীণ সুরক্ষার ক্ষেত্রে বিপজ্জনক, সুপ্রিমকোর্টে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বরঃ রোহিঙ্গা শরণার্থীরা অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক। সোমবার সুপ্রিমকোর্টে হলফনামা দিয়ে এই কথাই জানাল কেন্দ্রীয় সরকার। শরণার্থীদের সঙ্গে জঙ্গি সংগঠন আইএস ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের যোগ থাকতে পারে বলেও হলফনামায় জানানো হয়েছে। ১৬ পাতার ওই হলফনামায় আরও বলা হয়েছে, উগ্রবাদী রোহিঙ্গাদের হাতে এদেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের  প্রাণসংশয়েরও আশঙ্কা আছে। এদেশে আসা রোহিঙ্গাদের ফেরৎ পাঠাতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এই পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছে বিভিন্ন সংগঠন। দায়ের হয়েছে জনস্বার্থ মামলাও। সেই জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতেও আগামী দিনে হলফনামা দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2fuicjY

September 18, 2017 at 03:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top