সিডনি, ০২ সেপ্টেম্বর- অস্ট্রেলিয়ার সিডনিতে ঈদুল আজহা উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিসহ দেশটির মুসলিম ধর্মাবলম্বীরা। স্থানীয় সময় শনিবার সকালে ব্যাংকস টাউন, আরলউড, গ্রানভিল, গ্রিন-ভ্যালি, হক্সটন পার্ক, কিন্সগ্রোভ, লাকেম্বা, লিউমিয়াহ, ম্যাসকট, মিন্টু, মাউন্ট ডুরিথ, রকডেল, সেফটন, সারি-হিলস, ইঙ্গেলবার্ন, ম্যাকুরিফিল্ড গ্লেনফিল্ড, কাম্পবেলটাউন ও লিভারপুল এলাকায় মসজিদ, ইসলামিক সেন্টার, পার্ক, মাসালা ও কনভেনশন হলে ঈদের নামাজের জন্য সমবেত হন স্থানীয় বাংলাদেশিরা। এসব ঈদের জামাতে রোহিঙ্গা মুসলমানসহ দেশ, জাতি ও বিশ্বের সকল মুসলিম ধর্মাবলম্বীদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। প্রবাসী বাংলাদেশিরা দোকান ও মুসলিম কমিউনিটিতে কোরবানির ব্যবস্থা করেছেন। তবে কোরবানির মাংস পাওয়া যাবে ঈদের পরদিন। সিডনি প্রেস ও মিডিয়া কাউন্সিলের সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক মোহাম্মেদ আব্দুল মতিন এক বার্তায় মুসলিম ধর্মাবলম্বীদের ঈদের শুভেচ্ছা জানান। আর/১৬:১৪/০২ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iQFIvy
September 02, 2017 at 10:28PM
02 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top