মুম্বাই, ০৭ সেপ্টেম্বর- কালই বলিউডে মুক্তি পেতে যাচ্ছে অর্জুন রামপাল অভিনীত ছবি ড্যাডি। মুম্বাইয়ের এককালের ত্রাস আন্ডার ওয়ার্ল্ড ডন অরুণ গৌলির বায়োপিক এই ছবি। অন্যদিকে ২২ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে মুম্বাইয়ের সবচেয়ে বড় আতঙ্ক দাউদের বোন হাসিনা পার্কারের বায়োপিক হাসিনা। অপরাধের দুনিয়ার এই দুই চরিত্রর মধ্যে একটা সুক্ষ্ম সম্পর্ক ছিল। কী সেই সম্পর্ক জেনে নিন। অরুণ গউলি কে? অরুণ গৌলির পরিচয় বলতে গেলে বলা য়ায়, মুম্বাইয়ের এক সময়ের ডন তথা বর্তমান রাজনৈতিক নেতা তিনি। মূলত, মুম্বাইয়ের পারেল এলাকায় জমিয়ে অপরাধের ব্যাবসা শুরু করেছিল অরুণ। পরবর্তীকালে মুম্বইয়ের অখিল ভারতীয় সেনা নামে একটি রাজনৈতিক দল শুরু করে সে। অরুণ গৌলি ও দাউদ ইব্রাহিম ১৯৮০ সালে অরুণ গৌলিকে দাউদ ইব্রাহিমের চোরাই ইলেকট্রনিক জিনিসপত্রের গোডাউন দেখভালের দায়িত্ব দেওয়া হয়। এর মধ্যে অরুণের গুরু রামা নায়কের সঙ্গে দাউদের একটি ঝামেলা হয়, ও রামাকে খুন করে দাউদের দলবল। সেই সময়ই দাউদের বিরুদ্ধে লড়তে ঝাঁপিয়ে পড়ে অরুণ। দাউদের ভাইয়ের মৃত্যু অরুণ ও দাউদের গ্যাং ওয়ারের পাঁকে পড়ে মারা যায় অরুণের ভাই বাপ্পা। এরপরই প্রতিশোধ নিতে ১৯৯১ সালে দাউদের বোন হাসিনার স্বামী ইসমাইল পার্কারকে গুলিতে ঝাঁঝরা করে দেয় অরুণের ভাড়াটে শুটার। অরুণের বিরুদ্ধে হাসিনার লড়াই স্বামী ইসমাইল পার্কারের খুনিকে ধরতে মরিয়া হয়ে যায় দাউদের বোন হাসিনা। সেই সময়ে হাসিনা ও তার পরিবার মুম্বইয়ের একটা বড় এলাকায় কালোবাজারি আর চোরা কারবারির সঙ্গে যুক্ত। মুম্বইয়ের বহু এলাকার ডনই হাসিনাকে তখন আপা নামে চেনে। এই আপার আওতায় তখন মুম্বইয়ের বহু এলাকা। হাসিনা পার্কারের কাহিনি বোনের জামাইয়ের মৃত্যু মেনে নিতে পারেনি দাউদ। শেষে মুম্বইয়ে জেজে হাসপাতালে গ্যাং ওয়ারে অরুণ গউলির লোকজনকে মেরে দেয় দাউদের লোক। এদিকে, হাসিনাকে গর্ডন হল অ্যাপার্টমেন্টে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানেই ডেরা বাঁধে হাসিনা। শুরু হয় এলাকার তোলাবাজি। শেষে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় হাসিনা। আর/১০:১৪/০৭ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2eO7mYO
September 08, 2017 at 05:23AM
07 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top