সিলেট নগরীতে চলছে মন্দিরে মন্দিরে পূজার প্রস্তুতি

সুরমা টাইমস ডেস্ক: সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা। দেবী দূর্গা, দুর্গতি নাশিনী। অশুভ শক্তির বিনাশ করতেই তিনি আসেন ধরণীতে। তার আগমনের অপেক্ষায় হিন্দু সম্প্রদায়।আর কয়েকদিন পরই শারদীয় দুর্গোৎসবে ঢাকের বাজনা, উলুধ্বনি ও আরতিতে মুখরিত হবে সিলেটের নগরীর পাড়া-মহল্লা। এ বছর দেবী দূর্গা নৌকায় চড়ে পৃথিবীতে আসবেন। যাবেন ঘোড়ায় চড়ে। আগামী ২৬শে সেপ্টেম্বর মহাষষ্ঠিতে দেবী বোধনের মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা।

সিলেট নগরীতে চলছে মন্দিরে মন্দিরে পূজার প্রস্তুতি। পূজা মন্দির ও মন্ডপগুলোও সাজানো হচ্ছে নানা রঙে। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন মৃৎশিল্পীরা। কারিগররা তুলির শেষ আঁচড়ে ফুটিয়ে তুলছেন মা দূর্গাকে। মৃৎশিল্পীরা তাদের সর্বমেধা দিয়ে দিনরাত কাজ করে যাচ্ছেন।

পুরাণ মতে-রাজা সুরথ প্রথম দেবী দূর্গার আরাধনা শুরু করেন। বসন্তে তিনি এ পূজার আয়োজন করায় দেবীর এ পূজাকে বাসন্তী পূজাও বলা হতো।

কিন্তু রাবণের হাত থেকে সীতাকে উদ্ধার করতে যাওয়ার আগে শ্রী রাম চন্দ্র দূর্গা পূজার আয়োজন করেছিলেন। তাই শরৎকালের এ পূজাকে হিন্দু মতে অকালবোধনও বলা হয়। এই অকালবোধনে শারদীয় দূর্গোৎসবকে ঘিরে নানা আয়োজনে ব্যস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ।

আগামী ২৬শে সেপ্টেম্বর মঙ্গলবার বোধনের মধ্য দিয়ে এ পূজা শুরু হবে ৩০শে সেপ্টেম্বর শনিবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে।

এদিকে প্রতিমা তৈরিতে মৃৎশিল্পীদেরও যেন দম ফেলার সময় নেই। মৃৎশিল্পীরা জানান, প্রতিমা তৈরি শেষ হলে রংতুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হবে অবয়ব। ফুটিয়ে তোলা হবে নাক-চোখ-মুখ। তবে বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি হলেও পারিশ্রমিক কম বলে জানালেন তারা।

এদিকে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্ডপ তৈরি থেকে শুরু করে আনুসঙ্গিক কাজে ব্যস্ত রয়েছেন আয়োজকরা। জাঁকজমকভাবে পূজা আর দর্শনার্থীদের আনন্দ দিতে মন্ডপ আর পাড়ার রাস্তাগুলোতে আলোকসজ্জার কাজ শুরু করেছেন। সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে এ বছরও ব্যাপক সাড়ম্বরে দুর্গোৎসব হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
এবারে সিলেট জেলা ও মহানগরসহ ৫১৬টি মন্ডপে ও ৬০টি ব্যক্তিগত পূজা অনুষ্ঠিত হবে। যা গত বছরের চেয়ে কম। গত বছরে ৫৮৫টি মন্ডপে পূজা হয়েছিল। মহানগরে সার্বজনীন গত বছরের ৪৫টি ছিল, এবার ২টি বেড়ে ৪৭টি ও ১৭টি ব্যক্তিগত পূজা অনুষ্ঠিত হবে।

শান্তিপূর্ণ পরিবেশে পূজা উৎযাপনের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীও প্রস্তুত রয়েছে। সিলেট নগরীতে পূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে বলে জানান তিনি।

দেবী দুর্গার আগমনে বিশ্ব জুড়ে বইবে সুখ সমৃদ্ধি এ প্রত্যাশা সবার।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2xItpYI

September 17, 2017 at 12:35AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top