পাঁচ বছরের জন্য ‘সৌভাগ্য’র মাধ্যমে বিনামূল্যে বিদ্যুত্

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বরঃ সকলের জন্য বিদ্যুত্। সবার ঘরে বিদ্যুত্। ‘সহজ বিজলি হর ঘর যোজনা’, ‘সৌভাগ্য’-এর সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্পের আওতায় দরিদ্র পরিবারগুলিকে নিখরচায় দেওয়া হবে বিদ্যুৎ সংযোগ। এই প্রকল্পে মোট ব্যয় হবে ১৬,৩২০ কোটি টাকা। যার বেশিরভাগটাই বহন করবে কেন্দ্র। কেন্দ্র সরকারের পক্ষ থেকে আজ এই ঘোষণা করা হয়েছে।

এই প্রকল্পের আওতায় আর্থ-সামাজিকভাবে দুর্বল প্রত্যেক পরিবারকে পাঁচ বছরের জন্য বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। এই প্রকল্পের আওতায় মাত্র ৫০০ টাকায় বিদ্যুতের নতুন সংযোগ পাবেন সাধারণ গ্রাহকরা।

কেন্দ্রীয় বিদ্যুত্ মন্ত্রী আরকে সিংহ জানিয়েছেন, ২০১৮-র ডিসেম্বরের মধ্যেই দেশের সব বাড়িতেই পৌঁছে দেওয়া হবে বিদ্যুৎ। তিনি আরও জানিয়েছেন, বিদ্যুৎ পৌঁছে দেওযার ক্ষেত্রে প্রি-পেইড মডেল গ্রহণ করা হবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2htoznS

September 25, 2017 at 09:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top