কলকাতা, ১৮ সেপ্টেম্বর- পুজোর আনন্দ ভোজনে হোক, পানে নয়। কার্যত সেই নির্দেশই দিল রাজ্য সরকার। শুধু পুজো নয়, তার পরেও দুদিন মিলিয়ে টানা পাঁচ দিন রাজ্যে দেশি, বিদেশি সব ধরনের মদ বিক্রি বন্ধ থাকবে। এখন রাজ্যে মদের ডিস্ট্রিবিউশনের দায়িত্ব রয়েছে রাজ্য সরকারি নিগম ওয়েস্ট বেঙ্গল বেভারেজেস কর্পোরেশন লিমিটেড। ওই নিগমের পক্ষ থেকেই নির্দেশ জারি করা হয়েছে, ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন বন্ধ থাকবে মদ বিক্রি। দুর্গাপুজোর অষ্টমী, নবমী, দশমী এবং তার পরের দুদিন যথাক্রমে মহরম ও গাঁধীজির জন্মদিন। ১৪ সেপ্টেম্বর এই নির্দেশ রাজ্যের সর্বত্র পাঠানো হয়েছে নিগমের পক্ষ থেকে। এখন মদ-রসিকদের জন্য দুটি রাস্তা খোলা রইল। এক, আগে থেকে মজুদ করে রাখা আর দুই, পাঁচটা দিনের সংযম। আর/১৭:১৪/১৮ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hbHpDo
September 19, 2017 at 01:16AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন